প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব ইডির!
ODD বাংলা ডেস্ক: ফের দুর্নীতি মামলায় নাম জড়াল টলিউডের। এবার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে নোটিস পাঠাল ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে তলব করেছে ইডি। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্তে উঠে আসে সায়নী ঘোষের নাম। এই সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইডি সূত্রে খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধেবেলাই সায়নী ঘোষকে নোটিস পাঠানো হয়েছে। আগামী শুক্রবার, সকাল ১১টা নাগাদ ইডির দফতরে সায়নী ঘোষকে আসতে বলা হয়েছে। ইডির আধিকারিকরা জানিয়েছেন, কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরে লাগাতার তাঁর বয়ান নেওয়া হয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছিলেন ইডির অফিসারেরা। সেখানেই উঠে এসেছে সায়নী ঘোষের নাম। ইডির তরফে আরও জানানো হয়েছে, কেবল সম্পত্তি কেনাবেচা নয়, তথ্য পাওয়া গিয়েছে একাধিক আর্থিক লেনদেনেরও। সেই তথ্যকে সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
Post a Comment