মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদী
ODD বাংলা ডেস্ক: মিশর সফরের শেষ দিনে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, ‘অর্ডার অব দ্য নাইল’-এ ভূষিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভারতীয় প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেন।রবিবার দুই রাষ্ট্রনেতা মোদী-ফাত্তাহ এল-সিসি মধ্যে বৈঠক হয়েছে। ওই বৈঠকেই দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে একটি মউ স্বাক্ষর করেছেন এই দুই রাষ্ট্রনেতা। তারপরই ‘অর্ডার অব দ্য নাইল’-এ প্রধানমন্ত্রী মোদীকে ভূষিত করেন তিনি।মিশরের প্রেসিডেন্টের প্রাসাদে আসার আগে, রবিবার কায়রোর বিখ্যাত আল হাকিম মসজিদ এবং হেলিওপোলিস ওয়ার মেমোরিয়ালে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদী। আল হাকিম মসজিদে অন্তত আধঘণ্টা সময় কাটান প্রধানমন্ত্রী। তারপর তিনি গিয়েছিলেন, হেলিওপলিস ওয়ার মেমোরিয়ালে। সেখানে, প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
Post a Comment