প্রয়াত দূরদর্শনের প্রথম মহিলা ইংরেজি সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার
ODD বাংলা ডেস্ক: প্রয়াত দূরদর্শনের প্রথম মহিলা ইংরেজি ভাষার সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার। বুধবার নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে ভারতে সংবাদমাধ্যম জগতের একটি যুগের অবসান হল। ৭০-এর দশকের শুরুতে দূরদর্শনকে আরও স্বাবলম্বী করে তুলতে শুরু হয় জাতীয় কার্যক্রমে ইংরেজি সাংবাদ পরিবেশন। ১৯৭১ সালে ইংরেজি সংবাদের উপস্থাপক হিসবে যোগ দেন গীতাঞ্জলি। ছোট করে চুল কাটা গীতাঞ্জলির মধ্যে ছিল ব্যক্তিত্বের ছাপ। সেই সময় যে ক’জন ইংরেজি ভাষায় সংবাদ পাঠ করতেন, কয়েকদিনের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। তাঁর কণ্ঠ দর্শকদের আকর্ষণ করত। সংবাদপাঠক হিসেবে সেই সময় যাঁরা ক্যারিয়র শুরু করার চিন্তাভাবনা করছিলেন, তাঁদের কাছে রোল মডেল হয়ে উঠেছিলেন গীতাঞ্জলি আইয়ার।প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে দূরদর্শনে দাপটের সঙ্গে কাজ করে গিয়েছিলেন তিনি। চার চারবার সেরা অ্যাঙ্কার হিসেবে পেয়েছেন সম্মান।
Post a Comment