বাইকের ইঞ্জিন অয়েল বদলের সময় হয়েছে বুঝবেন যেভাবে
ODD বাংলা ডেস্ক: যাতায়াতের জনপ্রিয় মাধ্যম মোটরসাইকেল। অল্প সময়ে চট করে গন্তব্যে পৌঁছুতে মোটরসাইকেলের জুড়ি মেলা ভার। তবে বিপুল সংখ্যক মানুষ এটি ব্যবহার করলেও বাইক সম্পর্কে অনেক বিষয়েই অজ্ঞ থাকেন তারা।
বাইকের মেইন্টেন্যান্সের ক্ষেত্রে ইঞ্জিন অয়েল বা মবিল বদলানো অত্যন্ত জরুরি কাজের একটি। তবে অনেকেই সঠিক সময়ে মবিল বদলাতে পারেন না। ফলে তারা আরো বড় সমস্যায় পড়েন। বাইকের মবিল বদলানোর মাধ্যমে ইঞ্জিনের দীর্ঘস্থায়ীত্ব বাড়ে। অনেকে বোঝেন না বলে ইঞ্জিনের ক্ষতি করেন এবং মাইলেজ পান না। মূলত কয়েকটি উপায়ে বুঝে নেওয়া যায় মবিল বদলের সময় হয়েছে কিনা। চলুন জেনে নেই:
বাইকের ইঞ্জিনে শব্দ শুনুন
মবিল পুরোনো হলেই ইঞ্জিনে ঘটঘট বা স্বাভাবিক শব্দের বদল ঘটে। আপনার বাইকে ইঞ্জিনের শব্দ যদি স্বাভাবিক না হয় তাহলে মবিল বদলানোর সময় হতে পারে।
ইঞ্জিন অয়েল কালো কি-না
ইঞ্জিন অয়েলের রঙ কালো হলে বদলাতেই হবে। সেটা বুঝবেন কিভাবে? ডিপস্টিক দিয়ে পরীক্ষা করুন তাহলেই বুঝবেন।
ইন্ডিকেটর
অনেক মডার্ন বাইকে ইন্ডিকেটর থাকে। সে ইন্ডিকেটরে যদি মবিল বদলানোর পরামর্শ দেয় তাহলে বেশি অবহেলা না করাই ভালো।
ইঞ্জিন অয়েল যাচাই
ইঞ্জিন অয়েল লেভেল অথবা ডিপস্টিক অয়েল লেভেল যাচাই করতে পারেন। খেয়াল রাখবেন একটি মোটামুটি লেভেল থেকে কমে যেন না যায়। যদি দেখেন লেভেল কম তাহলে ইঞ্জিন অয়েল বদলে নিন।
Post a Comment