বিয়ের নয়া নিয়ম, সামাজিক বিয়ের ১ দিনের মধ্যে রেজিস্ট্রি!
ODD বাংলা ডেস্ক: বিবাহিতদের ঝক্কি কমাতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। এবার রাজ্যে চালু হতে চলেছে 'তৎকাল বিয়ে'। অর্থাৎ সামাজিকভাবে বিয়ে করার একদিনের মধ্যে রেজিস্ট্রি সেরে ফেলা সম্ভব হবে। এর আগে একমাত্র দিল্লিতে এই নিয়ম চালু ছিল। এবার একই পথে হাঁটতে চলেছে বাংলাও।উল্লেখ্য, একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুয়ায়ী, এখন সামাজিক বিয়ের পর আবেদন করলে রেজিস্ট্রির জন্য এক সপ্তাহ সময় লাগে। অর্থাৎ মোটমাট এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে সামাজিক বিয়ের পরেও আট দিন। এবার সেই সময় কমতে চলেছে এবং তা এক দিন হতে চলেছে। উল্লেখ্য, বর্তমানে কোনও যুগল সোশ্যাল ম্যারেজ বা সামাজিকভাবে বিয়ে করার আগে যদি রেজিস্ট্রি করতে চান সেক্ষেত্রে তাঁদের কমপক্ষে এক মাস আগে আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে হয়। কিন্তু, এবার সামাজিক বিয়ের এক দিনের মধ্যে রেজিস্ট্রি সম্পন্ন করা যাবে। উল্লেখযোগ্যভাবে, শুধুমাত্র হিন্দু ম্যারেজ অ্যাক্টেই তৎকাল বিয়ে সম্ভব।
Post a Comment