ভারতের প্রথম 5G অ্যাম্বুল্যান্স চালু হল কলকাতায়

ODD বাংলা ডেস্ক: বাড়িতে থাকা অসুস্থ রোগীকে জরুরি বিভাগে বসেই তাঁকে মনিটরে দেখতে পাবেন চিকিৎসক। শুরু করে দেবেন প্রাথমিক চিকিৎসা! সৌজন্যে 5জি অ্যাম্বুল্যান্স। দেশের মধ্যে প্রথম যা চালু হল কলকাতায়। এই পরিষেবা পেতে বাড়তি কোনও টাকা খরচ করতে হবে না। শুধুমাত্র অ্যাম্বুল্যান্সে যে ওষুধ দেওয়া হবে তার টাকা যুক্ত হবে চিকিৎসার বিলে।এই অ‌্যাম্বুল‌্যান্স উদ্বোধনে শহরের এক পাঁচতারা হোটেলে হাজির ছিলেন অ‌্যাপোলো হাসপাতালের প্রেসিডেন্ট (হসপিটাল ডিভিশন) ডা. কে হরিপ্রসাদ, পূর্বাঞ্চলের সিইও রানা দাশগুপ্ত, ডিরেক্টর (মেডিক‌্যাল সার্ভিস) ড. সুরিন্দর সিং ভাটিয়া। আপাতত কলকাতায় চলবে এই অ‌্যাম্বুল‌্যান্স। সেজন‌্য ডায়াল করতে হবে ১০৬৬। এখন স্ট্রোক এবং হার্ট অ‌্যাটাকের রোগীদেরই প্রাধান‌্য দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ একটাই, গোল্ডেন আওয়ার। যানজটের জন‌্য অনেক সময় দেরি হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.