কেরিয়ারে উন্নতি, অর্থ বৃদ্ধির সহজ উপায় জানাচ্ছে বাস্তু, এই ১৫ টিপসে মুশকিল আসান!

 


ODD বাংলা ডেস্ক:  পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে বেরোনোর পর অনেকে নিজের পছন্দের চাকরি পেতে সক্ষম হয় না। আবার কেউ কেউ চাকরি পেলেও, তা বেশি দিন টেকে না বা তাঁদের কোনও পদোন্নতি হয় না। জ্যোতিষ মতে, ইহজন্মের সাফল্য-অসাফল্যের জন্য ব্যক্তির অতীত জীবনের কর্ম দায়ী থাকে। আবার বাস্তু শাস্ত্র মতে, ব্যক্তি অনেক সময় এমন অনেক কাজ করে থাকে, যা তাঁদের পিছনে ঠেলে দেয়। উন্নতির পথে ফের বাধা সৃষ্টি করে তাঁদের কর্ম। এখানে বাস্তু শাস্ত্রের কিছু সহজ উপায় সম্পর্কে জানানো হল, যা পালন করলে ব্যক্তি নিজের কেরিয়ারে সাফল্য লাভ করতে পারে। তাঁদের আর্থিক পরিস্থিতিও এর ফলে উন্নত হয়। কী এই উপায় জেনে নিন--


১. বাড়ি ছোট বা বড়, যেমনই হোক না-কেন, এর পরিচ্ছন্নতার বিষয় বিশেষ নজর দেওয়া উচিত। শাস্ত্র মতে নোংরা, অপরিচ্ছন্ন বাড়িতে লক্ষ্মী স্থায়ী হয় না। তাই লক্ষ্মীকে আকৃষ্ট করতে চাইলে বাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ নজর দেওয়া উচিত।


২. অনলাইন ইন্টারভিউ দেওয়ার সময় কোন দিকে মুখ করবেন, তা-ও জানিয়েছে বাস্তু শাস্ত্র। বাস্তু মতে পূর্ব বা উত্তর-পূর্ব দিকে মুখ করে অনলাইন ইন্টারভিউ দিন, এর ফলে চাকরি লাভের পথ প্রশস্ত হবে।


৩. ইন্টারভিউয়ের সময় কখনও গাঢ় রঙের পোশাক পরবেন না। এ সময় লাল বা হাল্কা রঙের পোশাক পরা উচিত। আবার হাল্কা নীল রঙের পোশাক পরলে কর্মফল দাতা শনিকে খুশি রাখতে পারবেন। এর ফলে শনি আপনার পথে কোনও বাধা সৃষ্টি করবে না।



৪. ইন্টারভিউয়ের সময় টেবিল যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সে দিকে লক্ষ্য রাখতে হবে। টেবিলে খাবেন না। সম্ভব হলে কমপিউটার স্ক্রিনে নীল রঙের ওয়ালপেপার লাগাবেন। এই রঙটি আপনাকে অনুপ্রাণিত করবে।


৫. যেখানে ইন্টারভিউ দেবেন, তাঁর সামনের দেওয়াল যাতে খালি না-থাকে, সে দিকে লক্ষ্য রাখুন। সেই দেওয়ালে গণেশ বা সরস্বতীর মূর্তি থাকলে, সবচেয়ে শুভ ফল লাভ করতে পারেন।


৬. আবার কোনও জাতক যদি অনলাইন কোর্স করে থাকে, তা হলে উত্তর বা উত্তর-পূর্ব দিকে মুখ করে বসে সেই ক্লাসটি করুন। এর ফলে কোনও বাধা ছাড়াই সেই কোর্স সম্পন্ন করতে পারবেন আপনি। ক্লাস চলাকালীন সোজা হয়ে বসুন ও টেবিল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।


৭. চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে


৮. কোনও অ্যাপার্টমেন্টে থাকলে বাড়িতে গাছ লাগান। এর ফলে পৃথিবী তত্বের মধ্যে ভারসাম্য থাকে। এই উপায়ে উন্নতি সম্ভব।


৯. বাড়ির প্রবেশদ্বার পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর থাকা উচিত। ভাঙা বা নোংরা প্রবেশদ্বার দুর্ভাগ্য বয়ে আনে। প্রবেশদ্বারে স্বস্তিক বানিয়ে রাখতে পারেন।


১০. বাড়িতে অকেজো ঘড়ি থাকলে তা সারিয়ে নিন। কারণ বন্ধ ঘড়ি আপনার ভাগ্যোন্নতির পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। আবার পুরনো, ভাঙা, অপ্রয়োজনীয় বস্তু ফেলে দেওয়া উচিত।



১১. আপনি যদি বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য হন, তা হলে দক্ষিণ-পশ্চিমে মাথা রেখে ঘুমান। এর ফলে সুখনিদ্রা সম্ভব। পাশাপাশি পরিবার পরিচালনাও সহজ হবে।


১২. বাড়িতে ভুলেও কাঁটা যুক্ত গাছ লাগাবেন না।


১৩. ওয়ার্ক ফ্রম হোম করেন যাঁরা, তাঁরা এমন ভাবে বসবেন, যাতে প্রাকৃতিক আলো বা বাতাসের সংস্পর্শে থাকেন। এ সবই বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে। পাশাপাশি আপনার সৃজনশীলতাকেও বাড়াবে।


১৪. বাড়ি বা অফিসে রঙ নির্বাচনের সময় সজাগ থাকুন। পূর্ব দিকে তামাটে রঙ ব্যবহার করতে পারেন। আগ্নেয় কোণে ব্যবহার করুন সাদা বা গোলাপী। দক্ষিণ দিকে লাল বা বাদামী এবং পশ্চিমে নীল বা সাদা ব্যবহার করতে পারেন। হাল্কা ক্রিম রঙ সবচেয়ে ভালো। অফিস বা শয়নকক্ষে এই রঙ লাগালে ইতিবাচর শক্তির প্রসার করতে পারেন।


১৫. ওয়ার্কস্টেশান রাখতে হবে উত্তর বা উত্তর-পূর্ব দিকে। দেওয়াল থেকে ৩ ইঞ্চ দূরে আয়তাকৃতি অফিস টেবিল রাখতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.