'রাজ্যে ৪ বছরের অনার্স কোর্স চালু, স্নাতকোত্তর ১ বছরেই..', বললেন মুখ্যমন্ত্রী
ODD বাংলা ডেস্ক: ডিগ্রি-স্নাতকোত্তর নিয়ে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'নতুন শিক্ষানীতিতে ৪ বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই শিক্ষানীতি চালু করেছে। স্নাতকোত্তর করা যাবে ১ বছরেই। জাতীয় ক্ষেত্রে বাংলার পড়ুয়ারা যাতে পিছিয়ে না যায়,সেই জন্যই এই সিদ্ধান্ত।' এতে ছাত্র-ছাত্রীদের সর্বভারতীয় প্রতিযোগিতার ক্ষেত্রে সুবিধা হবে। রাজ্যের বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমবে। বিভ্রান্তি যাতে না ছড়ায় সেজন্য আমরা এখনই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কথা বলছি না। কলেজগুলি আলাদা আলাদা ভাবে ভর্তির ব্যবস্থা করবে। তবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের কাজ জরুরি ভিত্তিতে চলবে। আমরা চেষ্টা করব সম্ভব হলে এই ব্যবস্থাটিকে এবছরই যাতে চালু করতে পারি' জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রসঙ্গত, মোদি সরকারের নতুন শিক্ষানীতি নিয়ে সংঘাতে জড়িয়েছিল কেন্দ্র এবং রাজ্য। অবশেষে মোদী সরকারের শিক্ষানীতির কিছু অংশ মানল রাজ্য। বাংলায় কার্যকর হবে জাতীয় শিক্ষানীতি। চলতি শিক্ষাবর্ষ থেকেই ৪ বছরের অনার্স কোর্স। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, 'স্নাতকস্তরে আমরা ৪ বছরের পঠনপাঠন চালু করতে চলেছি। স্নাতকস্তরে ভর্তি হতে চলেছে যে ৭ লক্ষ ছাত্র-ছাত্রী তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত।
Post a Comment