মার্কামারা 'লেট লতিফ'! সব সময় সব কাজেই দেরি করেন এই ৫ রাশির জাতকরা
ODD বাংলা ডেস্ক: সময়ানুবর্তিতা যাকে ইংরেজিতে বলে Punctuality, অর্থাত্ সব কাজ সময়ে করা, তা মানুষের চরিত্রের একটা স্বভাব। কারও কারও মধ্যে এই গুণ থাকে, কারও থাকে না। কেউ কেউ ঘড়ির কাঁটা মেনে চলেন, সব কাজ সময়ে শেষ করেন। আবার কেউ কেউ সব বিষয়ে অকারণে দেরি করেন। কোনও কাজই এঁরা সময়মতো করে উঠতে পারেন না। কারণ এক কাজ করতে গিয়ে এঁরা বিষয়ে চিন্তা করেন এবং একটা কাজ শেষ না করেই অন্য কাজে হাত দেন। স্বাভাবিক ভাবেই কোনও কাজই এঁরা সময়ে শেষ করে উঠতে পারেন না। সেই কারণে এঁদের অনেক পরিকল্পনা বাতিল করতে হয় বা পিছিয়ে দিতে হয়। দেখে নিন কোন কোন রাশির জাতকরা সব কাজেই দেরি করে থাকেন।
বৃশ্চিক রাশি
প্রচুর এনার্জি থাকে বৃশ্চিক রাশির জাতকদের। এরা বেশ মজাদার হন ও সবার সঙ্গে মেলামেশা করতে পারেন সহজেই। কিন্তু সবার চোখে নিজেকে আকর্ষণীয় করে রাখতে গিয়ে অনেক কাজেই দেরি করে ফেলেন বৃশ্চিক রাশির জাতকরা। দেরি করে ফেলার কারণে অনেক প্ল্যান রিশিডিউল করতে হয় এঁদের। নিজেদের এই দেরি করার স্বভাবের কারণেই যা ভাবেন, অনেক সময় তা করে উঠতে পারেন না বৃশ্চিক রাশির জাতকরা।
মীন রাশি
যতটা পরিকল্পনা করেন, বাস্তবে ততটা কাজ করে উঠতে পারেন না মীন রাশির জাতকরা। এর কারণ তাঁদের সব বিষয়ে দেরি করার স্বভাব। কোনও একটা কাজ করার আগে এঁরা বারবার তা নিয়ে ভাবতে থাকেন। সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে সময়মতো কাজ শেষ করে উঠতে পারেন না তাঁরা। এরা মনে মনে ভাবেন সব কাজ সময়ে করার কথা, কিন্তু কোন কাজ ঠিক কী ভাবে করা উচিত, তা নিয়ে ভাবতে ভাবতেই সময় পেরিয়ে যায়।
মিথুন রাশি
দ্বৈত ব্যক্তিত্বের অধিকারী হন মিথুন রাশির জাতকরা। এঁরা অনেক সময়ই মনে মনে যা ভাবেন, কাজে তা করে উঠতে পারেন না। খুব ঘন ঘন নিজেদের সিদ্ধান্ত বদল করেন এরা। অনেক সময় দেখা যায় এক কাজ করতে করতে অন্য কাজে মন দিয়ে ফেলেন এঁরা। সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সময়ে কাজ শেষ করতে পারেন না মিথুন রাশির জাতকরা।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা সাধারণত কিছুটা লাজুক প্রকৃতির হন। নিজের গুণের কথা এরা চট করে কারোর কাছে প্রকাশ করতে পারেন না। এরা কাউকে দেখানোর জন্য নয় নিজের মনের আনন্দেই কাজ করে থাকেন। সেই কারণে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার দিকে মন থাকে না তুলা রাশির জাতকদের।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা স্বভাবগত ভাবে পারফেকশনিস্ট। সব কাজই এঁরা নিখুঁত ভাবে করে থাকেন। কোনও কাজে সামান্য ভুলত্রুটি এদের পছন্দ নয়। সব কাজ নিখুঁত ভাবে করতে গিয়েই অনেক সময় দেরি করে ফেলেন কন্যার জাতকরা। সব কাজ এরা নিজেরাই করতে চান। অন্য কারোর কাজ এদের পছন্দ হয় না। সেই কারণেও কন্যার জাতকদের কাজ সময়ে শেষ হয় না।
Post a Comment