ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতদের জন্য 'গণমুণ্ডন'-এর আয়োজন বাহানাগায়
ODD বাংলা ডেস্ক: ট্রেন দুর্ঘটনায় মৃতদের জন্য 'গণমুণ্ডন'-এর আয়োজন করা হলো বালেশ্বরে। গ্রামবাসীরা ছাড়াও একাধিক সমাজসেবী এবং আধ্যাত্মিক সংগঠনের সদস্যরা এ দিন মৃতদের উদ্দেশে মাথা মুড়োন। এছাড়া দুর্ঘটনার পর যাঁরা উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন তাঁরাও এ দিন মৃতদের উদ্দেশ্যে মাথা ন্যাড়া করেন।বাহানাগা হাইস্কুলে গণমুণ্ডনের আয়োজন করা হয়েছিল। হিন্দু শাস্ত্রমতে মৃত্যুর ১০ দিনের মাথায় যে সমস্ত আচার পালন করার বিধান রয়েছে, তা সবই পালন করা হয়েছে এ দিন। তিন দিন ধরে সব নিয়ম মেনে চলা হবে। তারই অংশ হিসেবে এই গণমুণ্ডনের আয়োজন বলে জানিয়েছেন বাহানাগার স্থানীয় মানুষেরা। এ ভাবেই তাঁরা দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন। এ দিন সর্বধর্মপ্রার্থনার আয়োজনও করা হয় ওই এলাকায়।
Post a Comment