এ ভাবে স্নান করলে বাড়বে দুর্দশা, পিতৃদোষের কারণে কষ্টে কাটবে জীবন

 


ODD বাংলা ডেস্ক: হিন্দু ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে অন্যতম হল গরুড় পুরাণ। ১৮ মহাপুরাণের মধ্যে অন্যতম এটি। সাধারণত পরিবারে কোনও সদস্যের মৃত্যুর পর এই পুরাণ পাঠ করা হয়। অনেকের ধারণা গরুড় পুরাণ শুধু মাত্র মৃত্যুর পর পাঠ করা যায়। কিন্তু এই গ্রন্থে মৃত্যুর পরবর্তী সময় ছাড়াও জীবনের নানান গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। সুখী, সমৃদ্ধ জীবন যাপনের জন্য কী করা উচিত, আবার কোন কাজের জন্য ব্যক্তির জীবনে নানান সমস্যা সৃষ্টি হয়, সে সবই এই পুরাণে তুলে ধরা হয়েছে।


হিন্দু ধর্মে পূজার্চনা, খাবার খাওয়া, যাত্রা, এমনকি স্নানের সঠিক নিয়মের উল্লেখ রয়েছে। যা সঠিক ভাবে পালন করলে জীবনে উন্নতি লাভ করা যায়। গরুড় পুরাণে স্নান করার নিয়মের কথা উল্লেখ করা হয়েছে। এই নিয়ম অমান্য করে স্নান করলে ব্যক্তির জীবন নানান সমস্যায় ঘিরে যেতে পারে। একে জল দেবতার অপমান হিসেবে গণ্য করা হয়। এর পাশাপাশি শারীরিক ও আর্থিক সমস্যায় জীবন ঘিরে যায়।


গরুড় পুরাণে স্নানের কোন নিয়মের কথা বলা হয়েছে জেনে নিন

বিবস্ত্র হয়ে স্নান করলে পিতৃদোষের কবলে পড়তে পারেন


শাস্ত্র মতে বিবস্ত্র হয়ে স্নান করলে পিতৃদোষ লাগতে পারে। মনে করা হয় যে, বিবস্ত্র হয়ে স্নান করলে পূর্বপুরুষদের আত্মা অসন্তুষ্ট হন। যাঁরা বিবস্ত্র হয়ে স্নান করেন, তাঁদের ওপর পূর্ব পুরুষরা রেগে থাকেন।


নেতিবাচক শক্তি বৃদ্ধির আশঙ্কা


প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিবস্ত্র হয়ে স্নান করলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে পারে। কারণ কাপড় না-পরে স্নান করলে শরীরে নেতিবাচক শক্তি প্রবেশ করে। নানান সমস্যায় ঘিরতে শুরু করে ব্যক্তির জীবন।


কৃষ্ণের সঙ্গে জড়িত একটি কাহিনি অনুযায়ী, একদা সরোবরে গোপীরা বিবস্ত্র হয়ে স্নান করেছিলেন। তখনই কৃষ্ণ তাঁদের কাপড় লুকিয়ে নেন। স্নানের পর গোপীরা পোশাক না-পেয়ে চিন্তিত হয়ে পড়েন। চিন্তিত দেখে কৃষ্ণ তাঁদের পোশাক ফিরিয়ে দেন। কিন্তু এই ঘটনার পর কৃষ্ণকে সকলকে বুঝিয়ে দেন যে কখনও বিবস্ত্র হয়ে স্নান করতে নেই, তা না-হলে বিভিন্ন আকস্মিক সমস্যায় জড়িয়ে পড়তে পারে জীবন।


কী ভাবে স্নান করা শুভ?


স্নান করলে শরীর ও আত্মার শুদ্ধী হয়। শাস্ত্র মতে স্নানের জলে কমলা বা লাল ফুল, লাল চন্দন মিলিয়ে স্নান করা শুভ। মনে করা হয় এ ভাবে স্নান করলে সূর্যের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যক্তি জীবনে সাফল্য লাভ করে। আবার স্নানের সময় কম জল ব্যবহার করলে সূর্য প্রসন্ন হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.