সহকর্মীর প্রেমে হাবুডুবু খান এই ৫ রাশির জাতকরা
ODD বাংলা ডেস্ক: প্রেম আমাদের সবার জীবনেই কখনও না কখনও আসে। তবে সেই আসার ধরণ আলাদা আলাদা হয়ে থাকে। আমাদের মধ্যে কেউ প্রথম দর্শনে প্রেমে পড়েন, আবার কেউ দীর্ঘ দিনের পুরনো বন্ধুর মধ্যেই হঠাত্ মনের মানুষ খুঁজে নেন। আবার কেউ কেউ প্রেমে পড়েন সহকর্মীরই। জ্য়োতিষ অনুসারে রাশি বিচার করে কে কী ভাবে প্রেমে পড়েন তা অনেকটাই জানা যেতে পারে। জেনে নিন কোন পাঁচ রাশির জাতকরা একসঙ্গে কাজ করতে করতে সহকর্মীর প্রেমেই হাবুডুবু খেতে থাকেন।
মনের মিল থাকলে তাঁদের মধ্যে হৃদয়ের আদান প্রদান সহজে হয়। যাঁরা এক পেশায়, একসঙ্গে বসে কাজ করছেন, সাধারণ ভাবে দেখা যায়, তাঁদের চিন্তা-ভাবনায় অনেকটাই মিল থাকে। সেই কারণে অনেকেই সহকর্মীর প্রেমে পড়ে যান। অফিসে আমরা অনেকটাই সময় কাটাই। তাই অফিসের মধ্যেই মনের মানুষের খোঁজ পাওয়া এখনকার দিনে বেশ সাধারণ একটা ব্যাপার। জেনে নিন কোন কোন রাশির জাতকরা সহকর্মীর প্রেমে পড়েন সহজেই।
মিথুন রাশি
কাজের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হন মিথুন রাশির জাতকরা। এঁরা সবাইকে সাহায্য করে থাকেন। এঁদের বুদ্ধি ও হাসিখুশি স্বভাব সবাইকে আকর্ষণ করে সহজেই। সেই কারণে মিথুন রাশির জাতকরা অনেক সময়ই অফিসেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। অফিসে কারোর সঙ্গে বিশেষ সম্পর্ক থাকলে কাজে আরও উত্সাহ পান মিথুন রাশির জাতকরা।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা নিজেরা যেমন মন দিয়ে কাজ করেন, তেমনই সহকর্মীদের ভালো ভাবে কাজ করতে অনুপ্রাণিত করেন। সেই কারণে অফিসে কর্কট রাশির জাতকদের প্রতি অনেকেই আকৃষ্ট হন। কর্কটের জাতকরা অত্যন্ত পেশাদার হন। তাই সহকর্মীর প্রেমে পড়লেও অফিসে বসে প্রেম করে সময় নষ্ট করা এঁদের একেবারেই পছন্দ নয়। সহকর্মীর সঙ্গে প্রেম করলেও মেলামেশার কাজটা অফিসের বাইরেই সারেন কর্কট রাশির জাতকরা।
মেষ রাশি
অত্যন্ত আত্মবিশ্বাসী প্রকৃতির হন মেষ রাশির জাতকরা। নিজেদের কর্মজীবনের মতো প্রেম জীবনেই প্রতিও এঁরা অত্যন্ত সিরিয়াস। তাই হুট করে আবেগের বশে নয়, ভেবেচিন্তে সঙ্গী নির্বাচন করেন মেষ রাশির জাতকরা। সহকর্মীর সঙ্গে প্রেম করলে তা সুবিধেজনক হবে বলে মনে হলে এরা সহকর্মীর সঙ্গে প্রেম করেন। এরা এমন কারোর সঙ্গে ডেট করতে পছন্দ করেন, যে তাঁর কর্মজীবন সম্পর্কে ভালো ভাবে ওয়াকিবহাল। সেই কারণে অনেক সময় সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মেষ রাশির জাতকরা।
সিংহ রাশি
অফিসে শুধু সহকর্মী নন, বসের সঙ্গেও প্রেম করতে পারেন সিংহ রাশির জাতকরা। সহজেই সবার আকর্ষণের কেন্দ্রে চলে আসার সহজাত ক্ষমতা থাকে সিংহ রাশির জাতকদের মধ্যে। সবার নজর কাড়তে এঁরা অফিসে যথেষ্ট সেজেগুজে আসেন। তার সঙ্গে রয়েছে সিংহের জাতকদের সহজাত ভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। সেই কারণে অফিসে অনেকেই সিংহ রাশির জাতকের সঙ্গে ডেট করতে উন্মুখ হয়ে থাকেন। সহকর্মীদের সঙ্গে ফ্লার্ট করতেও জুড়ি নেই সিংহ রাশির জাতকদের।
মীন রাশি
কখনও অফিসে কাজের ফাঁকে কফি ব্রেক, আবার কখনও একসঙ্গে লাঞ্চ সারা। অফিসে যাঁর সঙ্গে দিনের অনেকটা সময় যাঁর কাটান, তাঁর সঙ্গে মানসিক ভাবে জুড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে মীন রাশির জাতকদের মধ্যে। সেই কারণে মীন রাশির জাতকরা অনেক সময়ই সহকর্মীর প্রেমে পড়েন। হুট করে কাউকে দেখেই প্রেমে পড়া, বা কোনও ডেটিং অ্যাপ থেকে সঙ্গী নির্বাচন করা থেকে অফিসে যাঁর সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন, তাঁকেই মন দিয়ে ফেলেন মীনের জাতকরা।
Post a Comment