সূর্যের আশীর্বাদ পেতে মাণিক ধারণ করতে পারে এই ৩ রাশি, কেটে যাবে বিপত্তি
ODD বাংলা ডেস্ক: আমরা বিভিন্ন রত্ন পরে থাকি। তবে এই রত্নগুলি শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না। বরং এগুলির মধ্যে কিছু অলৌকিক ক্ষমতাও রয়েছে। শাস্ত্রে নটি রত্ন ও তার উপরত্নের উল্লেখ পাওয়া যায়। এই রত্ন ও উপরত্নের ওপর কোনও না-কোনও গ্রহের আধিপত্য থাকে। তাই এই রত্নগুলি ধারণ করার সময় সঠিক বিশ্লেষণ জরুরি। কারণ যে কেউ এই রত্ন ধারণ করতে পারে না। সে ক্ষেত্রে হীতে বিপরীত হতে পারে। শাস্ত্র মতে কখনও মারক, বাধক, নীচ বা অশুভ গ্রহের রত্ন ধারণ করা উচিত নয়। আবার শুভ গ্রহ অস্ত বা দুর্বল থাকলে তার আধিপত্য যুক্ত রত্ন ধারণ করা উচিত। এর ফলে সেই গ্রহের প্রভাব বৃদ্ধি পাবে।
এমনই একটি রত্ন হল মাণিক। জ্যোতিষ মতে এই রত্নের ওপর সূর্যের আধিপত্য রয়েছে। জ্যোতিষ অনুযায়ী সূর্য গ্রহের রাজা। আবার মান-সম্মান ও প্রতিষ্ঠার কারক গ্রহ। কোন কোন রাশির জাতক ও কারা এই রত্ন ধারণ করতে পারেন এবং এটি পড়ার সঠিক নিয়ম জেনে নিন এখানে।
কোন কোন রাশির জাতক মাণিক ধারণ করতে পারেন?
মেষ, সিংহ ও ধনু লগ্নের জাতকরা মাণিক ধারণ করতে পারেন।
মেষ রাশি- মেষ রাশির জাতকদের কোষ্ঠীতে সূর্য পঞ্চম স্থানের অধিপতি। এর ফলে মাণিক রত্ন ধারণ করলে সন্তান সুখ লাভ, ইষ্টদেবতার আশীর্বাদ পাওয়া যায় ও শিক্ষায় উন্নতি সম্ভব। এ ছাড়াও মেষ রাশির অধিপতি মঙ্গল ও সূর্যের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এর ফলে মাণিক ধারণ করলে শাসন ও পরাক্রম সংক্রান্ত কাজে জয় লাভ করা যায়।
সিংহ রাশি- এই রাশির জাতকরাও মাণিক্য রত্ন ধারণ করতে পারেন। এটি এক ধরনের জীবনরত্ন। যা মান-সম্মান, স্বাস্থ্যের দিক দিয়ে উত্তম। সূর্য সিংহের অধিপতি গ্রহ। আবার মাণিক রত্নের অধিপতি সূর্য। এর ফলে সিংহ রাশির জাতকরা মাণিক ধারণ করলে শুভ ফলাফল লাভ করবেন। সিংহ জাতকদের জন্য মাণিক লগ্নেশের রত্ন। এর ফলে তাঁদের ব্যক্তত্ব উন্নত হবে।
ধনু রাশি- এই রাশির কোষ্ঠীতে ভাগ্য স্থানের অধিপতি সূর্য। আবার ধনু রাশির অধিপতি বৃহস্পতির সঙ্গে সূর্যের বন্ধুত্ব রয়েছে। ধনু রাশির জাতকরা আজীবন মাণিক্য ধারণ করতে পারেন। এর ফলে ভাগ্যোন্নতির শুভ সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। হঠাৎই ভাগ্যের জোরে অর্থ লাভ করা যায়। পরাক্রম বৃদ্ধি ও চোখ এবং হৃদরোগের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
এ ছাড়াও কর্কট, বৃশ্চিক ও মীন লগ্নের জাতকরা মাণিক্য ধারণ করলে ঠিকঠাক ফল পাবেন।
কোষ্ঠীতে সূর্যের অবস্থানের ভিত্তিতে মাণিক ধারণ
১. লগ্নস্থ সূর্য দাম্পত্য ও সন্তান সুখের সম্ভাবনা দুর্বল করে দেয়।
২. দ্বিতীয়স্থ সূর্য আর্থিক লোকসানের কারণ হয়ে দাঁড়ায়।
৩. তৃতীয়স্থ সূর্য ছোট ভাইয়ের জন্য ক্ষতিকর।
৪. চতুর্থস্থ সূর্য কর্মফলের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়।
কোষ্ঠীতে উপস্থিত উপরিউক্ত অশুভ ফল থেকে মুক্তি পেতে মাণিক ধারণ করতে পারেন।
আবার সূর্য স্বরাশি থেকে অষ্টম, একাদশ ও সপ্তম স্থানে থাকলে বা দ্বিতীয়েশ, নবমেশ বা কর্মেশ হয়ে ষষ্ঠ ও অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে থাকলে মাণিক ধারণ করা যেতে পারে।
এ ছাড়াও সূর্য অষ্টমেশ বা ষষ্ঠেশ হয়ে পঞ্চম বা নবম স্থানে থাকলে মাণিক ধারণ করতে পারেন।
মাণিক ধারণের উপকারিতা
মাণিক্য ধারণ করলে মান-সম্মান, প্রতিষ্ঠা বৃদ্ধি পায়। পাশাপাশি মাণিক পরে সূর্য উপাসনা করলে পুজোর দ্বিগুণ ফলাফল পাওয়া যায়। আবার এই রত্ন ধারণ করলে হৃদরোগ, চোখের রোগ, পিত্ত বিকার থেকে মুক্তি পাওয়া যায়। আবার সরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের মাণিক ধারণ করা উচিত। এই রত্ন ধারণ করলে ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
Post a Comment