তবে কি এবার হাজার টাকার নোট আসবে? উত্তর দিলেন RBI গভর্নর
ODD বাংলা ডেস্ক: দুই হাজার টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা। আর তার পর থেকেই বাজারে, ট্রেনে-বাসে একটি উড়ো খবর শোনা যাচ্ছে। অনেকেই বলে বেড়াচ্ছেন, 'এবার ৫০০ টাকার নোটও বন্ধ করে দেবে।' শুধু তাই নয়। অনেকে এটাও বলছেন যে, 'আবার ১,০০০ টাকার নোট ফিরবে। নয়তো চলবে কীভাবে?' সোশ্যাল মিডিয়াতেও এমন ভুয়ো খবর, পোস্ট ছড়াচ্ছেন অনেকে। না জেনে সেটি শেয়ার, ফরোয়ার্ড হচ্ছে।খোদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছেও এই ভুয়ো খবর পৌঁছে গিয়েছে। RBI গভর্নর নিজেই স্পষ্ট জানিয়েছেন, 'এখন ৫০০ টাকার ব্যাঙ্ক নোট অপসারণ বা ১,০০০ টাকার নোট পুনরায় চালু করার কোনও ইচ্ছা নেই। এটি পুরোটাই জল্পনা।বৃহস্পতিবার পোস্ট মনিটারি পলিসি ব্রিফিংয়েই এই বিভ্রান্তি দূর করে দেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।
Post a Comment