আল কায়দা প্রধানকে নিকেশ করা মার্কিন অস্ত্র এবার ভারতের হাতে, ছাড়পত্র কেন্দ্রের

ODD বাংলা ডেস্ক: আমেরিকা থেকে সামরিক এমকিউ-৯ রিপার ড্রোন কিনতে পারবে ভারত। বৃহস্পতিবার এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরেই এই ড্রোন কেনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা ছিল দুই দেশের মধ্যে। তার আগেই কেটে গেল ভারতীয় প্রশাসনের লাল ফিতের জট। ড্রোন কিনতে সবুজ সংকেত দিল কেন্দ্র সরকার। নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির ছাড়পত্র দিলেই চূড়ান্ত হতে পারে ড্রোন কেনার চুক্তি।জানা গিয়েছে, বৃহস্পতিবারই ড্রোন কেনার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নেওয়ার জন্য এটাই ভারতের সর্বোচ্চ কমিটি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন এই কমিটির বৈঠকেই ড্রোন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়িই প্রতিরক্ষা কমিটির এই সিদ্ধান্তে সিলমোহর দেবে সংসদীয় কমিটি, এমনটাই আশা ওয়াকিবহাল মহলের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.