কমবে তাপপ্রবাহ! সপ্তাহান্তে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে বাংলায়

ODD বাংলা ডেস্ক: প্রখর দহনের হাত থেকে অবশেষ মুক্তি পেতে চলেছে শহরবাসী।  তাপপ্রবাহে নাজেহাল বাংলা স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। মুষলধারে বৃষ্টি না হলেও শনি-রবিবার থেকে প্রাক বর্ষায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে বাংলা। চড়া রোদে ফুটিফাটা মাটি শীতল জল পেয়ে শান্ত হবে। হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে শনিবার অবধি। দক্ষিণবঙ্গে রবিবারও তাপমাত্রা বেশি থাকতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। রবি-সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে।বর্ষার জন্য চাতকের মতো অপেক্ষা শেষ হয়েছে। কেরলে বর্ষা ঢুকে গেছে বলে জানিয়েছে মৌসম ভবন। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টি শুরু হয়েছে অরুণাচল, মেঘালয়-অসমে। রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। তবে রাজ্যে এখনই ভারী বর্ষণের সম্ভাবনার কথা শোনাল না আলিপুর হাওয়া অফিস। উল্টে পশ্চিমের সাত জেলায় এবং উত্তরের তিন জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতায় আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলি বাদ দিয়ে রাজ্যের বাকি জেলাগুলিতে রবিবার থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.