গরমে শুষ্ক ত্বকের যত্নে ঘরোয়া স্ক্রাবার
ODD বাংলা ডেস্ক: ত্বকের সমস্যা দূর করতে নিয়মিত ক্লিনজিং, টোনিং ও স্ক্রাবিং করা জরুরি। ত্বক উজ্জ্বল করতে সবাই নানা পদ্ধতি মেনে চলেন। কেউ ঘরোয়া সমাধান ব্যবহার করেন, কেউ আবার কেউ বাজার চলতি প্রসাধনী ব্যবহার করে থাকেন। এই গরমে ত্বকের সব ধরনের সমস্যা সমাধানে বিশেষ কয়টি স্ক্রাবার ব্যবহার করতে পারেন।
যেভাবে তৈরি করবেন ঘরোয়া স্ক্রাবার-
ওটসের স্ক্রাবার: দই ও ওটস দিয়ে স্ক্রাবার বানান। এজন্য ওটস ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে দই মেশান। সামান্য জল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে নিন। এই স্ক্রাবার গরমে ত্বকের জন্য বেশ উপকারী।
কফি স্ক্রাবার: কফি ও নারকেল দিয়ে স্ক্রাবার বানান। কফি মিহি করে ব্লেন্ড করে দিন। এবার তাতে সামান্য নারকেল তেল লাগান। এবার শুষ্ক ত্বকে তা লাগান। শুকিয়ে গেলে হালকা স্ক্রাব করে নিন। শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক।
লবণের স্ক্রাবার: লবণ ও লেবুর রস দিয়ে প্যাক বানান। গরমে এই প্যাক বেশ উপকারী। একটি পাত্রে পাতিলেবুর রস নিন। তাতে লবণ দিন। ভালো করে মিশিয়ে নিন। এবার শুষ্ক ত্বকে তা লাগান। শুকিয়ে গেলে হালকা স্ক্রাব করে নিন। শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক।
টমেটোর স্ক্রাবার: টমেটো ও চিনি দিয়ে বানাতে পারেন স্ক্রাবার। টমেটো কেটে ভিতরের জেলের মতো অংশ আলাদা করে নিন। এবার তার সঙ্গে মেশান মিহি করা চিনি। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে হালকা স্ক্রাব করে নিন। শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক।
Post a Comment