হোটেল বুকিংয়ে যেসব ভুল এড়াবেন



 ODD বাংলা ডেস্ক: আজকাল হোটেল বুকিং করা বেশ সহজ। তবে সচরাচর থার্ড পার্টি কিংবা পরিচিত উপায়ে টাকা বাঁচানোর চিন্তা করতে গিয়ে কিছু ভুল হয়ে যায়। সেসব ভুল শেষ পর্যন্ত বাড়তি খরচ ডেকে আনে। ভ্রমণের সময় যেসব ভুল সচরাচর হোটেল বুকিং এ হয়ে থাকে চলুন জেনে নেই:  


থার্ড পার্টি কোনো বুকিং ওয়েবসাইট ব্যবহার করা

আজকাল অনেক বুকিং ওয়েবসাইট খুঁজে পাওয়া যাবে। তবে সব বুকিং সাইট নির্ভরযোগ্য নয়। অনেকে গুগলে সার্চ করে অল্প দাম বিচার করে বুকিং করেন। পরে ওই হোটেলে থাকার জায়গা তো পান না একইসঙ্গে নিরাপত্তার ঝুঁকিতেও পড়েন। সেজন্য থার্ড পার্টি বুকিং ওয়েবসাইট ব্যবহার না করাই ভালো। 


লয়্যালটি প্রোগ্রামে যোগ দিতে না পারা

উন্নতমানের হোটেলে থাকাটাই ভালো খরচ বেশি হলেও। ভ্রমণের পরিকল্পনার সময় লয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে উপকার পাওয়ার কথাও ভাবুন। 


অন্যের ক্রেডিট কার্ড ব্যবহার না করা

অন্যের অনুমতি ছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার না করাই ভালো। কারণ ক্রেডিট কার্ডের আসল মালিক যদি অভিযোগ করে তিনি পে করেননি তাহলে হোটেল সে টাকা ফিরিয়ে দিতে বাধ্য হয়। এসব ঝামেলা আপনার ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। যদি করাই হয় তাহলে সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহারের আগে আসল মালিকের সঙ্গে আলাপ করে নিন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.