পরিবারের সম্পত্তিতে সমান অধিকার থাকবে গৃহবধূদেরও, রায় হাই কোর্টের

ODD বাংলা ডেস্ক: ৩৬৫ দিনে একদিনও তাঁরা ছুটি পান না। পরিবার আর সংসারের জন্য হাসিমুখে পরিশ্রম করতে থাকেন, তাঁদের কাজের কোনও নির্দিষ্ট সময় নেই। কিন্তু এতকিছু করে কি পান গৃহবধূরা? সাম্প্রতিক একটি মামলার রায় দিতে গিয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি তুলে ধরেছে মাদ্রাজ হাই কোর্ট। রায় দিতে গিয়ে আদালত সাফ জানিয়েছে, পরিবারের যাবতীয় সম্পত্তিতে সমান অধিকার থাকবে গৃহবধূদের। কারণ এই সম্পত্তি অর্জনের ক্ষেত্রে তাঁদের পরোক্ষভাবে অবদান থাকে এবং সেই অবদান অস্বীকার করার উপায় নেই।এক দম্পতির বিবাদের মামলার রায় দিতে গিয়েই এই কথা জানিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। জানা গিয়েছে, কান্নাইয়ান নায়ডু নামে এক ব্যক্তি তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। দু’পক্ষের বয়ান খতিয়ে দেখে মাদ্রাজ হাই কোর্ট রায় দেয়, সংসারের যাবতীয় সম্পত্তিতে সমান অধিকার রয়েছে গৃহবধূর। কারণ প্রত্যক্ষভাবে রোজগার না করলেও অর্থ উপার্জন করতে স্বামীকে সাহায্য করেন তাঁরা। ছুটি না নিয়েই তাঁরা অক্লান্ত পরিশ্রম করেন। এছাড়াও মনে করা হয় স্বামী ও স্ত্রী আসলে গাড়ির দুই চাকা। তাই সম্পত্তির অধিকারে দুই চাকারই সমান অধিকার থাকবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.