বিপর্যয় না তেজ- ঘূর্ণিঝড়ের নামকরণের সংশয় দূর করল IMD
ODD বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় মোখার পর বঙ্গোপসাগর ও আরবসাগরে একসঙ্গে দুই ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা জানিয়েছিল বিভিন্ন আবহাওয়া সংস্থা। তবে বঙ্গোপসাগরকে টেক্কা দিয়ে আরব সাগরের বুকেই আগে তৈরি হল ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ২৪ ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আইএমডি।বঙ্গোপসাগরের থেকে আরব সাগরের বুকে আগে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় এই ঘূর্ণিঝড়ই বিপর্যয় নাম পেতে চলেছে। এরপর বঙ্গোপসাগরের বুকে তৈরি ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তার নাম হবে তেজ। এখানে উল্লেখ্য বিপর্যয় নামটি বাংলাদেশের দেওয়া আর তেজ নামটি দিয়েছে ভারত।২০২৩-এর প্রথম ঘূর্ণিঝড় হিসেবে গত মে মাসে উত্তর ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে হানা দিয়েছিল ঘূর্ণিঝড় মোখা। তা সুপার সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে। এই ঝড় ছিল ২০২০-তে তৈরি ১৬৯টি নামের তালিকার প্রথম স্তম্ভের শেষ ঝড়।
Post a Comment