বদলে যাবে আবহাওয়া, ঝড়বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দুই পরগনা! জারি সতর্কতা


ODD বাংলা ডেস্ক: বহু প্রতীক্ষার পর স্বস্তির বৃষ্টির খবর কলকাতায়। শনিবার সামান্য বৃষ্টি হয়েছিল শহরে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়।আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদেও ঝড়বৃষ্টি হতে পারে।অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।ঝোড়ো হাওয়ার কারণে সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। ১৮ থেকে ২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে, এমনই জানিয়েছিল অবহাওয়া দফতর ৷আবহাওয়া দফতর জানিয়েছে বুধবারের মধ্য বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে ৷ একই সঙ্গে সতর্কতা উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বলেই জানা গিয়েছে ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.