আবহাওয়ার তুমুল পরিবর্তন! বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়

ODD বাংলা ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় বঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে একইসঙ্গে চলবে প্রাক বর্ষার বৃষ্টি এবং তাপপ্রবাহ। রবি ও সোমবার বৃষ্টির পর ফের কলকাতার তাপমাত্রা বাড়বে, বাড়বে অস্বস্তি।আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। যদিও জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ জুন। বাংলায় এবার দেরিতে বর্ষার আগমন। দক্ষিণবঙ্গে কবে বর্ষা এখনও জানায়নি আবহাওয়া দফতর। সাতদিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি হয়ছে। বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, মেঘালয়, অসমে। শনিবার অসমের ধুবড়ি পর্যন্ত পৌঁছেছে মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যে পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা।বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে ১৫ জুন পর্যন্ত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও বা অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ল্যান্ড স্লাইড হওয়ার সম্ভাবনা থাকছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.