দেশের জন্য প্রাণ দেননি, তাই উত্তরপ্রদেশের পাঠ্যবই থেকে বাদ নেহরু, রাজেন্দ্র প্রসাদ!
ODD বাংলা ডেস্ক: জওহরলাল নেহরু নেই, রাজেন্দ্র প্রসাদ নেই, সর্বপল্লী রাধাকৃষ্ণনও নেই। ভি ডি সাভারকর কিন্তু আছেন। আছেন লালবাহাদুর শাস্ত্রী, দীনদয়াল উপাধ্যায়ও। এনসিইআরটি-র পাঠ্যবইয়ে নানা যোগ-বিয়োগ নিয়ে চলতি বিতর্কের মধ্যেই এ বার শিরোনামে উত্তরপ্রদেশ বোর্ডের পাঠ্যক্রম। সেখানে ভারতের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের তালিকায় বাদ পড়েছেন নেহরুরা।পাঠ্যবইতে দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরু নেই কেন? শুক্রবার উত্তরপ্রদেশের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষামন্ত্রী গুলাবি দেবীর উত্তর, ‘‘নেহরু তো আর দেশের জন্য প্রাণ দেননি!’’ সাভারকরের নাম রয়েছে যে তবে? মন্ত্রীর যুক্তি, ‘‘ছেলেমেয়েরা মহান ব্যক্তিত্বদের কথা পড়বে না তো কি জঙ্গিদের কথা পড়বে?’’
Post a Comment