কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গে টাকার বর্ষণ মহিলার! ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর চর্চা, দায়ের FIR
ODD বাংলা ডেস্ক: পরনে সাদা শাড়ি। গলায় রুদ্রাক্ষের মালা। একের পর এক টাকা উড়িয়ে যাচ্ছেন মহিলা। কখনও মন্দিরের বিগ্রহের উপর, আবার কখনো শূন্য। বিপুল টাকার বর্ষণ চাক্ষুষ করছেন সামনে দাঁড়িয়ে থাকা পুরোহিত সহ অন্যান্যরা। সম্প্রতি কেদারনাথ মন্দিরের এমনই এক দৃশ্য সামনে এসেছে।
প্রতি বছর বহু মানুষ কেদারনাথ মন্দির দর্শনে করেন। বেশ কিছুদিন ধরে কেদারনাথে সোনার প্লেট বসানো নিয়ে হইচই শুরু হয়েছিল। আর এবার এক মহিলাকে কেদারনাথের গর্ভগৃহে শিবলিঙ্গে টাকা ওড়াতে দেখা গেল। উপস্থিত থাকলেও পুরহিতদের ওই মহিলাকে থামাতে দেখা যায়নি। ঘটনাটিতে রীতিমতো কেদারনাথ মন্দিরের গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
Das Vanthala নামে টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়। যেখানে দেখা গিয়েছে, এক মহিলা সাদা রঙের শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা পরে কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গের উপরে দেদার টাকা ওড়াচ্ছেন। মহিলার সামনে দাঁড়িয়ে রয়েছেন পুরোহিতরাও। কিন্তু তাঁকে থামানোর পরিবর্তে তাঁরা মন্ত্র উচ্চারণ করে পুজো করে যান। একইসঙ্গে কেদারনাথের গর্ভগৃহে ফটো কিংবা ভিডিয়ো করার নিষেধাজ্ঞা থাকলেও দিব্যি কোনও একজন সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেছেন।
মহিলার পরিচয় এখনও জানা যায়নি। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় নজরে আসতেই কেদারনাথ মন্দির কমিটি ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) সভাপতি অজেন্দ্র অজয় রুদ্রপ্রয়াগের ডিএম ময়ুর দীক্ষিত এবং পুলিশ সুপারকে ঘটনাটির তদন্ত করতে বলেছেন। পাশাপাশি ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
ভাইরাল ভিডিয়ো ঘিরে বিভিন্ন ধরনের মন্তব্য আসতে শুরু করেছে। সংশ্লিষ্ট ভিডিয়োটি হিন্দু সনাতন ধর্মাবম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরাখন্ড পুলিশ। মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে উত্তরাখন্ড পুলিশের তরফে টুইট করা হয়েছে।
বিভিন্ন সময়ে কেদারনাথের অনেক ভিডিয়ো নজরে আসে। ভক্তরা মন্দির দর্শনের সময়ই হরেক রকমের অদ্ভূত কাণ্ডের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। যা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। আর এবার এক মহিলার কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গের উপর টাকা ওড়ানোর দৃশ্য ভাইরাল দুনিয়ার শিরোনামে উঠে এসেছে। যা দেখে নেটিজেনজের বক্তব্য, 'ভিডিয়ো এক ঝলকে দেখলে মনে হচ্ছে যেন ওই মহিলা মন্দিরে নয়, কোনও ডিসকো বারে এসেছেন।'
Post a Comment