কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গে টাকার বর্ষণ মহিলার! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা তুঙ্গে, দায়ের FIR


ODD বাংলা ডেস্ক: সাদা শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা পরে একের পর এক টাকা উড়িয়ে যাচ্ছেন মহিলা। কখনও মন্দিরের বিগ্রহের উপর, আবার কখনো শূন্য। বিপুল টাকার বর্ষণ চাক্ষুষ করছেন সামনে দাঁড়িয়ে থাকা পুরোহিত সহ অন্যান্যরা। সম্প্রতি কেদারনাথ মন্দিরের এমনই এক দৃশ্য সামনে এসেছে।প্রতি বছর বহু মানুষ কেদারনাথ মন্দির দর্শনে করেন। বেশ কিছুদিন ধরে কেদারনাথে সোনার প্লেট বসানো নিয়ে হইচই শুরু হয়েছিল। আর এবার এক মহিলাকে কেদারনাথের গর্ভগৃহে শিবলিঙ্গে টাকা ওড়াতে দেখা গেল। উপস্থিত থাকলেও পুরহিতদের ওই মহিলাকে থামাতে দেখা যায়নি। ঘটনাটিতে রীতিমতো কেদারনাথ মন্দিরের গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় নজরে আসতেই কেদারনাথ মন্দির কমিটি ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) সভাপতি অজেন্দ্র অজয় রুদ্রপ্রয়াগের ডিএম ময়ুর দীক্ষিত এবং পুলিশ সুপারকে ঘটনাটির তদন্ত করতে বলেছেন। পাশাপাশি ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.