অনির্দিষ্টকালের জন্য স্থগিত কেদারনাথ যাত্রা!
ODD বাংলা ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কেদারনাথ যাত্রা। রবিবার সকাল থেকেই নাগাড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরাখণ্ডে। যার জেরে কেদারনাথ যাওয়ার রাস্থা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের নিয়ে কোনওরকম ঝুঁকি নিয়ে চায় না প্রশাসন। ফলে আপাতত যাত্রা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।রবিবার সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ৮২৮ জন পুণ্যার্থী শোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধামের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। তাঁদের সকলকেই ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত বলেন, "রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টিপাত চলছে। কেদারনাথ যাত্রা বর্তমানে নিরাপদ নয়। তাই সোনপ্রয়াগ থেকেই সমস্ত যাত্রীদের ফিরে যেতে বলা হয়েছে।"এদিন সকালেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম পরিদর্শনে পৌঁছন। সেখানেই আধিকারিকদের থেকে আবহাওয়া এবং কেদারনাথের রাস্তার বর্তমান পরিস্থিতির বিস্তারিত তথ্য নেন।
Post a Comment