সকাল থেকেই দু'এক পশলা, বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়
ODD বাংলা ডেস্ক: রবিবারও দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হয়েছে কলকাতাবাসী। কিন্তু, সোমবার সকাল থেকেই শহরের হাওয়া বদল। দু'এক পশলা বৃষ্টি দিয়েই শুরু হল প্রথম কর্মব্যস্ত দিন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে বলেই মনে করা হচ্ছে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। এদিন সকাল থেকেই কলকাতায় আকাশের মুখ ভার। একাধিক অংশে বৃষ্টিও শুরু হয়েছে। বইছে ঝোড়ো হাওয়া। ফলে সকাল থেকেই তাপমাত্রায় পরিবর্তন লক্ষ করা গিয়েছে।রাজ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে। সোমবার থেকেই রাজ্যে প্রবেশ করবে মৌসুমী বায়ু। ফলে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে আর বেশি দেরি নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অবশ্য রবিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবার থেকে এই পাঁচ জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পঙে। এই বৃষ্টিপাত চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
Post a Comment