কলকাতা থেকে ব্যাংকক যাওয়া যাবে সড়কপথে! তৈরি হচ্ছে হাইওয়ে, কবে থেকে চালু?
ODD বাংলা ডেস্ক: আকাশ নয়, এবার সড়কপথেই কলকাতা থেকে যেতে পারবেন ব্যাংককে। সেই স্বপ্ন খুব দ্রুত পূরণ হতে চলেছে। কারণ শীঘ্রই কলকাতা-ব্যাঙ্কক হাইওয়ের কাজ শেষ হয়ে যাবে। অবিশ্বাস্য শোনালেও কয়েক বছরের মধ্যেই সেটা বাস্তবে পরিণত হতে চলেছে। শুধু তাই নয়, সেই হাইওয়ে ছুঁয়ে যাবে শিলিগুড়িকেও। তিন থেকে চার বছরের মধ্যে ২,৮০০ কিলোমিটার দীর্ঘ ওই হাইওয়ে চালু হয়ে যেতে পারে বলে আশাপ্রকাশ করেছে থাইল্যান্ড এবং মায়ানমার সরকার। যে হাইওয়ের বেশিরভাগ অংশ ভারতেই পড়বে।'বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন'-র আওতায় সেই হাইওয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত রুট অনুযায়ী, ব্যাংকক থেকে হাইওয়ে শুরু হবে। থাইল্যান্ডের মধ্যে দিয়ে কিছুটা অংশ অতিক্রম করে সেই হাইওয়ে মায়ানমারে প্রবেশ করবে। তারপর ঢুকে পড়বে ভারতে। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। শেষপর্যন্ত শিলিগুড়ি হয়ে কলকাতায় এসে পৌঁছাবে সেই হাইওয়ে।
Post a Comment