ভোর থেকেই ঝড়বৃষ্টি,অবশেষে দক্ষিণবঙ্গে কি বর্ষা এল? কী বলছে হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: আষাঢ় মাসের প্রথম দিকেই স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে। গতকালই সকাল থেকে আকাশের মুখ ভার। তবে কথাও দিয়েও শেষ পর্যন্ত গতকাল আর বৃষ্টি হয়নি কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। তবে আজ ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে জায়গায় জায়গায়। সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়াও বইছে। এই আবহে অফিসযাত্রীদের ভুগত হচ্ছে রাস্তায়। উল্লেখ্য, সাধারণত ১১ জুন নাগাদ প্রতিবছর কলকাতায় বর্ষা প্রবেশ করে। তবে এবার দেশে বর্ষা প্রবেশ করেছে ৮ দিন পর। উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে ৫ দিন দেরিতে। এই আবহে স্বভাতই দক্ষিণবঙ্গে দেরিতেই বর্ষা ঢুকছে এবার। তবে বর্ষা কি ইতিমধ্যেই ঢুকে গিয়েছে দক্ষিণবঙ্গে? রবিবার আলিপুর আবহাওয়া অফিস বলেছিল, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আজ ভোর থেকেই কলকাতা সহ জেলায় জেলায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে।
Post a Comment