সকাল থেকে আকাশ মেঘলা, সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি?


ODD বাংলা ডেস্ক: সকালের দিকে সামান্য বৃষ্টি! আর তাতেই স্বস্তি খুঁজছে সাধারণ মানুষ। কিন্তু, অস্বস্তিকর গরম থেকে মিলল না মুক্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ।উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। মোটের উপর স্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১৯ তারিখ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু। ২১ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ১৬ এবং ১৭ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম থাকলেও ১৮ থেকে ২০ তারিখ একাধিক জেলায় প্রাক বর্ষার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.