মাঝরাতে উঠে খাবার খাচ্ছেন? যা ঘটে শরীরে

 


ODD বাংলা ডেস্ক:  মাঝরাতে উঠে ফ্রিজ অনেকেরই এটা সেটা খাবার খাওয়ার অভ্যাস আছে । কেউ কেউ আবার রাত জেগে মুভি দেখেন কিংবা কাজ করেন। এ সময় অনেকের মধ্যে খাবার খাওয়ার প্রবণতা দেয়। কিন্তু এই অভ্যাস কি আদৌ ভালো? মাঝরাতে উঠে খাবার খেলে শরীরে কি প্রভাব ফেলে তা জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে।


ওই প্রতিবেদন অনুযায়ী, মাঝরাতে খাবার খাওয়ার অভ্যাস ভালো কি খারাপ জানতে হলে আগে জানা জরুরি কেন খিদে পাচ্ছে। তারই উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কখনও কখনও শুধুই লোভে পড়ে নয়, সত্যিই খিদে পেয়ে যায় রাতে। আর তার বড় কারণ শরীরে শক্তির ঘাটতি।


শরীরের যতটুকু শক্তি দরকার, ততটুকু না পেলেই নয়। তাই অতিরিক্ত শক্তি চেয়েই জানান দেয় শরীর। রাতের দিকে অনেকটা সময় কোনও খাবার পেটে পড়ে না। আর তাই ক্ষুধা লাগা মোটেও অস্বাভাবিক নয়। বিশেষ করে যারা রাত জেগে কাজ করেন বা সিনেমা দেখেন, তাদের মধ্যে এই প্রবণতা বাড়ে।  


বিশেষজ্ঞদের মতে, মাঝরাতের খাওয়াদাওয়া সবসময় শরীরের জন্য ভালো নয়। মনের উপরও খারাপ প্রভাব ফেলে এই টুকটাক খাবার অভ্যাস। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে বেশ কিছু হরমোনের ওঠানামা শুরু হয়। রাতে আমাদের শরীর এমন ওঠানামায় অভ্যস্ত নয়। ফলে শরীরে অস্বস্তি দেখা দেয়।  


মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, যখন তখন টুকটাক খাবার খেলে বিভিন্ন আবেগের সমস্যা দেখা দেয়। যেমন অপরাধবোধ, লজ্জার মতো অনুভূতি বেড়ে যায়। এমনকী হতাশাও বেড়ে যেতে পারে। তাই একান্ত খিদে না পেলে অসময়ে খাবার না খাওয়ারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.