রোগা হতে রোজ লেবু জল?

 


ODD বাংলা ডেস্ক: মেদ তো কমাতে রোজ খেয়ে নেন এই পানীয়। তবে এই পানীয় আপনার ক্ষতি করছে নাতো? চলুন জেনে আসি :


রোজ লেবু জল পানে তৈরি হয় প্রচুর গ্যাসের সমস্যা। এছাড়া পেটেও অন্যান্য সমস্যাও তৈরি হতে পারে। লেবুতে থাকা এসিড বমিভাবও তৈরি করে।

প্রতিদিন লেবু জল পান করলে ক্ষতি হয় দাঁতের। লেবুতে থাকা অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে দাঁত করে তোলে দুর্বল।


লেবু জল পানে শরীরে জলশুন্যতা তৈরি হতে পারে।

লেবু জল পানে প্রস্রাব বেড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। লেবুতে থাকা অ্যাসকরবিক এসিড মুলত মূত্রবর্ধক। এই এসিড ঘন ঘন প্রস্রাব উৎপাদন করে। এতে করে প্রস্রাব বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.