সুগন্ধি দীর্ঘদিন ভালো রাখতে



 ODD বাংলা ডেস্ক: অনেকে দামি সুগন্ধি কিনে সংগ্রহ করেন। দামের কথা বিবেচনায় দীর্ঘদিন ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে সুগন্ধি তার ঘ্রাণ হারানোর সম্ভাবনায় থাকে। সুগন্ধি দীর্ঘদিন ভালো রাখার কিছু উপায় রয়েছে। সেই উপায়গুলো অনুসরণ করতে পারেন: 


এমন জায়গায় সুগন্ধি রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না। আবার এমন জায়গায় রাখবেন না যেখানকার পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে থাকে।

সুগন্ধি ব্যবহারের পর যত দ্রুত সম্ভব ছিপি আটকে দিন। 


অনেকে ডিওডোরেন্টের মতো সুগন্ধি ব্যবহারের আগে ঝাঁকান। এমনটি করবেন না।  

ফ্রিজে সুগন্ধি সংরক্ষণ করবেন না। 

সুগন্ধি বক্সসহ ড্রয়ার বা ক্লোজেটে রাখাই বুদ্ধিমানের কাজ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.