প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী
ODD বাংলা ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত ভোটের আবহে জারি রয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত। একাধিক ইস্যুতেই কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক দ্বন্দ্বের আবহের মাঝেও উপহার সৌহার্দ্য তিনি বজায় রেখেছেন বলেই খবর। সূত্রের খবর, বাংলার বিখ্যাত আম উপহার হিসেবে প্রধানমন্ত্রীর জন্য পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই নয়, জানা যাচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কেও রাজ্যের বিভিন্ন প্রজাতির আম দিয়ে সাজানো বিশেষ বাক্স উপহার হিসেবে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে যে খবর প্রকাশিত হয়েছে। যেখানে এক সূত্রের দাবি, হিমসাগর, ফজলি, ল্যাংরা ও লক্ষ্মণ ভোগের মতো বিভিন্ন প্রকারের আম দিয়ে সুন্দরভাবে সাজানো একটি বাক্স উপহার হিসেবে পাঠানো হয়েছে।
Post a Comment