কেরলে বর্ষায় বিলম্ব! বাংলায় মৌসুমী বায়ু প্রবেশে বাধা কোথায়, কী বলছে হাওয়া অফিস


ODD বাংলা ডেস্ক: বাংলায় রয়েছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের দাপট। আর আন্দামান ছাড়িয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে বর্ষা যেটুকু এগিয়ে তা আটকে রয়েছে মায়ানমারের কাছে। এর ফলে উত্তরপূর্ব ভারতেও বর্ষা প্রবেশ করতে পারছে না। যে কারণেও আবহাওয়ার এই পরিস্থিতি।সাধারণভাবে উত্তর-পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করলেও বাংলায় তা আসা নিয়ে কোনও কথা বলা যায়। বাংলায় সাধারণ ভাবে বর্ষা প্রবেশের কথা ৮ জুন থেকে ১০ জুনের মধ্যে। দক্ষিণবঙ্গ তথা কলকাতায় তা শুরু হতে আরও দিন কয়েক লেগে যায়।কেরলে যেখানে ১ জুন বর্ষার প্রবেশের কথা, সেখানে ৬ জুনও তা প্রবেশ করেনি। তবে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের সঙ্গে বাংলায় বর্ষার সরাসরি কোনও সংযোগ নেই। তবে এবার এই মুহূর্তে আরবসাগরে নিম্নচাপ শক্তিশালী হওয়ায় তা বঙ্গোপসাগরে শক্তিশালী মৌসুমী বায়ুর প্রবেশে বাধা দিচ্ছে। বর্তমানে আরব সাগরে নিম্নচাপের কারণে কেরলে বর্ষার প্রবেশে দেরি হচ্ছে। নিম্নচাপ নিজের দিকে হাওয়া টেনে নেওয়ায় কেরল উপকূলে মৌসুমী বায়ু এই মুহূর্তে দুর্বল। তবে সেখানে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে আরও ২-৩ দিন সময় লেগে যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.