সোমবার রাজ্যে প্রবেশ বর্ষার, সপ্তাহন্তে বৃষ্টিতে ভাসবে কলকাতা?
ODD বাংলা ডেস্ক: সোমবারের মধ্যেই রাজ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে। এমনই সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রবিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। ১৫ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে এই পাঁচ জেলায়। তবে আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়ার অনুকূল পরিস্থিতি থাকবে। হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুরু হবে প্রাক বর্ষার বৃষ্টি। উইকএন্ডে ভাসবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।তবে এর মধ্যেও স্বস্তি নেই বঙ্গে। তুমুল বৃষ্টিপাত হলেও তাপপ্রবাহ বজায় থাকবে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। দুপুর গড়াতেই মধ্যগগণে সূর্যের চড়া রোদ। ফলে বৃষ্টি হলেও হাসফাঁস গরম থেকে এখনই রেহাই মিলছে না রাজ্যবাসীর।
Post a Comment