পৃথিবীর ওপর আছড়ে পড়তে পারে সুবিশাল গ্রহাণু! শুরু হল কাউন্টডাউন
ODD বাংলা ডেস্ক: NASA-র জেট প্রপালশন ল্যাবরেটরির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে, দু’টি বড় শিলা আজ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। জেট প্রপালশন ল্যাবরেটরির মতে, আজ অর্থাৎ ১৯ জুন পৃথিবীর উপর নেমে আসতে পারে বিরাট কোনও বিপদ। তারা ১১০ ফুট পর্যন্ত ২টি গ্রহাণুর জন্য একটি সতর্কতা জারি করেছে। এর মধ্যে একটি গ্রহাণু 2023 LW। এটি একটি 100 ফুট গ্রহাণু, যা আজ পৃথিবীর খুব কাছাকাছি আসতে চলেছে। এটি একটি বড় বিমানের আকার। যদি এই বিশাল গ্রহাণুটির থেকে পৃথিবীর দূরত্ব থাকে ২,৩২০,০০০ কিমি। তাহলেই বিপদের সম্ভাবনা রয়েছে। কারণ বিজ্ঞানীদের মতে গ্রহাণুটি নিকটতম বিন্দুকে অতিক্রম করে পৃথিবীর দিকে চলে আসবে।এখানেই বিপদের শেষ নয়। এর সঙ্গে যোগ হয়েছে আরও একটি গ্রহাণু। সেটি হল Asteroid 2023 LV (Asteroid 2023 LV), যা ১১০ফুটের একটি গ্রহাণু। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, এটি পৃথিবী থেকে ৪,৫৫০,০০০কিলোমিটার দূরত্বে রয়েছে। এই দু’টি গ্রহাণুই বড় শিলার টুকরো। তারা নিজেদের কক্ষপথ থেকে সরে এসেছে। ফলে পৃথিবীর সবথেকে কাছে থাকায়, প্রথমে পৃথিবীকেই আক্রমণ করবে। নাসার জেপিএল (JPL) তার কক্ষপথ দেখিয়েছে। তাতে স্পষ্ট গ্রহাণুগুলির গতিপথ দেখা যাচ্ছে।
Post a Comment