শব্দের চেয়ে ৩৪ গুণ গতিতে ধেয়ে আসছে বিশালাকায় গ্রহাণু!
ODD বাংলা ডেস্ক: একটি 'সম্ভাব্য বিপজ্জনক' গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীরই দিকে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, 'লন্ডন আই'-এর দৈর্ঘ্যের সমান এই বিশালাকায় পাথরটি। একটি আন্তর্জাতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবারই পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে এই পাথরটি।২০১৩ ডাব্লুভি৪৪ নামক বিশাল শিলাটির গতিবিধি ট্র্যাক করছে নাসা। এই গ্রহাণুর ব্যাস ১৬০ মিটার। মার্কিন মহাকাশ সংস্থার সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ জানিয়েছে, গ্রহাণুটি পৃথিবীর ৩.৩ মিলিয়ন কিলোমিটারের মধ্যে দিয়ে যাবে। যা মহাকাশীয় বস্তুর দিক থেকে বেশ কাছাকাছি। কিন্তু পৃথিবীর জন্য কোনও ভয়ের কারণ হয়ে দাঁড়াবে না এই গ্রহাণু। গ্রহাণুটি ২৮ জুন ব্রিটিশ সময়ে সকাল ৯টায় পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। এর আগে গত মাসে নাসা বলেছিল, একটি বাসের আকারের গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে যেতে পারে। সেই গ্রহাণুটি ছিল ২০২৩ জেএল১। সেটি পৃথিবীর থেকে ২,৪৯০,০০০ কিমি দূর দিয়ে অতিক্রম করেছিল। সেটি ২৬ হাজার ৩১৬ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটে যাচ্ছিল।
Post a Comment