মেকআপ তুলতে প্রাকৃতিক রিমুভার
ODD বাংলা ডেস্ক: অফিস পার্টি হোক কিংবা বিয়েবাড়ি, যে কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে অনেকে নিঁখুতভাবে মেকআপ করতে পছন্দ করেন। তবে যতটা যত্ন নিয়ে সবাই মেকআপ করেন তোলার সময় ততটা মনোযোগ দেন না। কেউ কেউ আবার মেকআপ মুখেই শুয়ে পড়েন।
কিন্তু মেকআপ না তুলে ঘুমাতে গেলে ত্বকে ব্রণ, ফুসকুড়ি দেখা দেয়। সেই সঙ্গে বলিরেখা পড়ার আশঙ্কাও থেকে যায়। কিন্তু যদি মেকআপ রিমুভার শেষ হয়ে যায়, তা হলে কী করবেন? সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতেই বানাতে পারেন মেকআপ রিমুভার।
কীভাবে বানাবেন মেকআপ রিমুভার
১. অলিভ অয়েল তুলায় লাগিয়ে মুখে ঘষে নিন। এতে সব মেকআপ উঠে আসবে। এরপর গরম জলের ভাপ নিতে পারলে আরও ভালো। এতে ত্বক ভালো থাকবে।
২. এক চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল খুব ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মেকআপ তুলতে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল ত্বককে যে কোনও প্রকার প্রদাহ থেকে রক্ষা করে। সেই সঙ্গে উজ্জ্বলতাও বাড়ে।
৩. কাঁচা দুধ খুব ভালো ক্লিনজারের কাজ করে। দুধে থাকা ভিটামিন, ক্যালশিয়াম, ফ্যাট, প্রোটিন ত্বকের জন্যও খুব ভালো। কাঁচা দুধে তুলা ভিজিয়ে মেকআপ পরিষ্কার করতে পারেন। এতে ত্বক পরিষ্কার হবে, ত্বকের রুক্ষতাও দূর হবে।
Post a Comment