এবার রেস্টুরেন্ট খুলছে নেটফ্লিক্স!

 

ODD বাংলা ডেস্ক: নেটফ্লিক্স এবার তাদের কনটেন্ট 'স্ক্রিন থেকে টেবিলে' নিয়ে আসছে। আগামী ৩০ জুন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নিজেদের পপআপ রেস্টুরেন্ট খুলছে এই স্ট্রিমিং জায়ান্ট।

নেটফ্লিক্স বাইটস নামের এই রেস্টটুরেন্টে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে প্রচারিত 'শেফ'স টেবিল', 'আয়রন শেফ', 'ইজ ইট কেক?' ও 'ড্রিঙ্ক মাস্টারস'-এর মতো শো-তে শেফরা যেসব খাবার রান্না করেছেন, সেসব খাবার পরিবেশন করা হবে।

এছারা নেটফ্লিক্স বাইটসে প্রখ্যাত শেফ ডমিনিক করেন, কার্টিস স্টোনের, মিং সাই-এর তৈরি করা খাবারও পাওয়া যায়। 

স্টোন এক বিবৃতিতে বলেন, 'খাবার নিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার জীবনের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা। এত দিন ক্যামেরায় যা ঘটেছে, তার স্বাদ এবার ভক্তদের দেওয়া হবে এই রেস্টুরেন্টে।'

নেটফ্লিক্স বাইটসের ওয়েবসাইটে মেনু দেখতে 'চেক ব্যাক সুন' অপশন রাখা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটের 'রেসি ডটকম'-এ গিয়ে অগ্রিম বুকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.