সুন্দর সেলফি তুলতে হলে

 


ODD বাংলা ডেস্ক: আজকাল বন্ধুদের আড্ডা হোক বা অফিস পার্টি, সব জায়গায় সেলফি তুলবার আয়োজন কিন্তু থাকেই। কিন্তু জানেন কি, আপনার ফোনের ক্যামেরা যেমন মানেরই হোক না কেন, একটি ভালো সেলফি তোলার জন্য জানা প্রয়োজন বেশ কিছু কৌশল। চলুন জেনে নেই: 


ছবি তোলার সময় অবশ্যই আলোর বিপরীত দিকে অবস্থান করে ছবি তুলতে হবে। চেষ্টা করুন ঘরের ভেতরে আলোর সামনে বা বাইরে সূর্যের আলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে।

টাইমার ব্যবহার করুন। এতে হাতও কাঁপবে না সেইসঙ্গে ভালোভাবে ক্যামেরায় পোজও দিতে পারবেন।


দলগত সেলফি তুলতে হলে ওয়াইড অ্যাঙ্গেল মোড ব্যবহার করুন। এতে সবাই সেলফিতে ভালোভাবে আসবেন। 

সব সময় একই ভাবে সামনে থেকে ছবি না তুলে বিভিন্ন কোণ থেকে সেলফি ছবি তোলার চেষ্টা করুন। এতে ছবিতে বৈচিত্র্য আসবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.