হিটস্ট্রোক নয়! উত্তরপ্রদেশে একসঙ্গে ৫৪ জনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ODD বাংলা ডেস্ক: মাত্রাতিরিক্ত তাপপ্রবাহে পুড়ছে উত্তর প্রদেশ। বালিয়া জেলায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। আরও ৪০০ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই সমস্ত তথ্য এক ঝটকায় খারিজ করে দিল তদন্তকারী দল। এই মৃত্যুর কারণ তাপপ্রবাহ নয়। সাফ জানালেন বিশেষজ্ঞরা।তবে কি কোনও অজানা রোগে আক্রান্ত হয়ে উত্তর প্রদেশে বাড়ছে মৃত্যু? আতঙ্ক ছড়িয়ে পড়েছে বালিয়া জেলায়। কী কারণে এতজনের একসঙ্গে মৃত্যু ঘটল, তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।লখনউয়ের মেডিক্যাল টিম জানিয়েছে, বালিয়া জেলায় আচমকাই ৫৪ জনের মৃত্যু গরম থেকে হয়নি। তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে জলঘটিত রোগের জেরে। এমনকী, মৃত্যুর কারণ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এক মেডিক্যাল আধিকারিককে বরখাস্ত করেছে যোগী সরকার।উত্তর প্রদেশের শুধু বালিয়ায় মারা গিয়েছেন ৫৪ জন। যার মধ্যে সরকারি হিসেবে ৪৪ জনের মৃত্যুর কারণই গরম। সেই তথ্যই খারিজ করে দিয়েছে তদন্তকারী দল। অধিকাংশই বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি। তবে এরা কেউই হিটস্ট্রোকে আক্রান্ত নন। সাফ জানাল মেডিক্যাল টিম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.