ঔরঙ্গজেবের স্মৃতিবিজড়িত আহমেদনগরের নাম বদল করল মহারাষ্ট্র সরকার
ODD বাংলা ডেস্ক: ঔরঙ্গজেবের স্মৃতি বিজড়িত আহমেদনগর জেলার নাম বদল করল মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দফতরের তরফে একথা ঘোষণা করা হয়। আহমেদনগরের নতুন নাম হতে চলেছে ‘অহল্য়াদেবী হোলকার নগর’।বুধবার ছিল রানি অহল্যাদেবীর ২৯৮ তম জন্মবার্ষিকী। সেই উপল্যক্ষে চৌন্ডিতে একটি অনুষ্ঠান করা হয়। সেখানেই জেলার নাম বদলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শিন্ডে। অনুষ্ঠানে ছিলেন BJP নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশও।উল্লেখ্য, কয়েক মাস আগেই ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম বদল করে মহারাষ্ট্র সরকার। প্রথমটির নাম ছত্রপতি শম্ভাজিনগর ও দ্বিতীয়টির নাম ধারাশিব রাখা হয়েছে।এই প্রসঙ্গত বুধবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিন্ডে বলেন, “মহারাষ্ট্রবাসীর দাবির কথা মাথায় রেখে এর আগে দু’টি জায়গার নাম বদল করা হয়েছিল। এবার আহমেদনগর জেলার নাম বদল করা হল। মহান রানির জন্মবার্ষিকীতে এই ঘোষণা করতে পেরে আমরা গর্বিত।”
Post a Comment