করমণ্ডল এক্সপ্রেসে নিহত ৮১ দেহের দাবি ৮৪ পরিবারের! ভরসা এখন DNA টেস্ট

ODD বাংলা ডেস্ক: ওডিশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৯১ জনের। কিন্তু, এখনও পর্যন্ত দুর্ঘটনায় মৃত ৮১ জনের দেহ চিহ্নিত করে পরিবারের হাতে তুলে দেওয়া যায়নি। জানা গিয়েছে, ৮১ জনের দেহ পাওয়ার জন্য দাবিদার ৮৪ পরিবার। আর সেই কারণেই বিপত্তিতে প্রশাসন।করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে CBI-এর হাতে। এরপরেই নিউ দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে মৃতদের চুল, দাঁত, হাড় এবং নখ। জানা গিয়েছে, এই ৮১ জনের দেহ রাখা হয়েছে ভুবনেশ্বর AIIMS-এ। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে DNA মিলিয়ে দেখা হবে। DNA রিপোর্ট হাতে পাওয়ার পরেই এই ৮১ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.