অভিশপ্ত লাইনে ফের শুরু ট্রেন চলাচল, জোড় হাতে ঈশ্বরকে ধন্যবাদ রেলমন্ত্রীর

ODD বাংলা ডেস্ক: করমণ্ডল বিপর্যয়ের ৫১ ঘণ্টা পর বালেশ্বর জেলার বাহানাগা স্টেশন থেকে আপ এবং ডাউন লাইনে চলল প্যাসেঞ্জার ট্রেন।হাত জোড় করে ভগবানকে ধন্যবাদ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিপর্যয়ের পর থেকে দুর্ঘটনাস্থলেই রয়েছেন তিনি। রবিবার রাত ১২টা বেজে ৫ মিনিটে দুই লাইনেই যখন ট্রেন চালু হল, কিছুটা আবেগঘন হয়ে পড়তে দেখা গেল তাঁকে।অশ্বিনী বৈষ্ণব বলেন, "মনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনায় যাদের প্রাণহানি হয়েছে, তাঁদের ফিরিয়ে আনতে পারব না। কিন্তু, উদ্ধারকারী দল এবং রেলকর্মীরা প্রথম দিন থেকে যেভাবে মনের জোর রেখে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য লড়াই করলেন, আপনাদের সকলকে কুর্নিশ জানাচ্ছি।"রেলমন্ত্রী আরও জানান, দায়িত্ব এখনও শেষ হয়নি। অশ্বিনী বলেন, 'যে সব পরিবার এখনও তাদের প্রিয়জনদের খোঁজ পাননি, তারা যাতে তাড়াতাড়ি তাদের খুঁজে পেতে পারেন তা নিশ্চিত করাই এখন আমাদের লক্ষ্য। আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি।' উল্লেখ্য, এখনও অধিকাংশ মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। এই আবহে ওড়িশার রাজ্য সরকার বিশেষ পজক্ষেপও করেছে। রেলও শনাক্তকরণে এবার সাহায্য করবে বলে জানালেন রেলমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.