স্বাস্থ্যসাথী নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা চিকিৎসকের

ODD বাংলা ডেস্ক: স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড কোনও বেসরকারি হাসপাতালই নিচ্ছে না, অথচ সরকার প্রচার চালাচ্ছে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ এবার চিকিৎসকরাই। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মামলকারী কুণাল সাহার দাবি স্বাস্থ্যসাথী কার্ডে নেই তেমন সুযোগ-সুবিধা। অথচ ঢাকঢোল পিটিয়ে চলছে স্বাস্থ্যসাথী কার্ডের জোর প্রচার। গরিব মানুষের জন্য তৈরি হওয়া স্বাস্থ্যসাথী কার্ডের তেমন কোনো সুবিধা পাচ্ছেন না। অথচ রাজ্য সরকার বিজ্ঞাপনের বছরে মুড়ে ফেলেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। স্বাস্থ্যসাথী কার্ডের নামে মিথ্যা প্রচার করছে রাজ্য সরকার, দাবি ডাক্তার কুনাল সাহার। যে সব সুযোগ সুবিধা সাধারণ মানুষ পায়না, রাজ্য ব্যানার, ফ্লেক্স ঝুলিয়ে সেসব দেওয়া হচ্ছে দাবি করে প্রচার করছে। উল্লেখ্য, এর আগেও রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিস্তর অনিময়ের অভিযোগে উঠেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.