বাইডেনকে বিশেষ উপহার মোদীর, কী দিলেন ফার্স্ট লেডিকে
ODD বাংলা ডেস্ক: জো বাইডেনকে উইলিয়াম বাটলার ইয়েটসের অনুবাদ করা 'দ্য টেন প্রিন্সিপালস অফ উপনিষদে'র প্রথম সংস্করণ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, বাইডেনের অন্যতম পছন্দের কবি ইয়েটস। বহুবার ইয়েটসকে উদ্ধৃত করতে শোনা গিয়েছে তাঁকে। এই আবহে তাঁকে তাঁর পছন্দের আইরিশ কবির লেখা বই দিলেন মোদী। প্রসঙ্গত, নিজের ভাষণে বহুবার ইয়েটসকে উদ্ধৃত করে থাকেন বাইডেন। এহেন ইয়েটস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ ঘনিষ্ঠ ছিলেন। পশ্চিমা বিশ্বে গুরুদেবের গীতাঞ্জলির জনপ্রিয়তার পিছনে ইয়েটসের বড় ভূমিকা ছিল। এদিকে ইয়েটস নিজে ভারতীয় আধ্যাত্মিকতার দ্বারা অনুপ্রাণিত ছিলেন। তিনি উপনিষদ সহ বহু প্রাচীণ ধর্মগ্রন্থ পড়েছিলেন। পাশাপাশি, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে প্রধানমন্ত্রী উপহার দিলেন ৭.৫ ক্যারেটের একটি সবুজ হীরে।
Post a Comment