প্রধানমন্ত্রীর মার্কিন সফরে মহাভোজ, নিউ জার্সির রেস্তরাঁয় বিশেষ আয়োজন ‘মোদীজি থালি’

ODD বাংলা ডেস্ক: আগামী সপ্তাহে ৪ দিনের আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ থেকে ২৪ জুন, ভারতের প্রধানমন্ত্রীর সফরকে বিশেষ করে রাখতে নানা পর্যায়ে প্রস্তুতি চলছে সে দেশে। তবে এবারে বিশেষ নজর ভোজনে। সূত্রের খবর, আগামী ২২ তারিখ অর্থাৎ নরেন্দ্র মোদী আমেরিকার মাটিতে পা রাখার পরদিনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁর জন্য নৈশভোজের আয়োজন করছেন। তবে সবচেয়ে বেশি চমক দিতে চলেছে নিউ জার্সির এক রেস্তরাঁ। ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে বিশেষ ‘মোদীজি থালি’ সাজানো হচ্ছে।কোন কোন পদে সাজানো হয়েছে থালি? খিচুড়ি, কাশ্মীরি আলুর দম, সর্ষে শাক, ইডলি, ধোকলা, ছাঁচ, পাপড়, রসগোল্লা। নিউ জার্সির রেস্তরাঁয় এহেন থালির পরিকল্পনা যিনি করেছেন, তাঁর নাম শ্রীপদ কুলকার্নি। তিনি জানাচ্ছেন, মোদির সফরের আগে নিউ জার্সির প্রবাসী ভারতীরা রেস্তরাঁর মেনুতে বিশেষ চমকের দাবি করেছিলেন। তাঁদের কথা মাথায় রেখেই ‘মোদিজি থালি’র আত্মপ্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.