সুস্থ সন্তানের জন্ম দিতে জোরে রামায়ণ পাঠ করুন! অন্তঃসত্ত্বাদের পরামর্শ রাজ্যপালের
ODD বাংলা ডেস্ক: অন্তঃসত্ত্বা মহিলাদের অবশ্যই জোরে জোরে রামায়ণ পাঠ করা উচিত। তাহলেই মানসিক ও শারীরিকভাবে সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন তাঁরা। তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন এহেন মন্তব্যের ঘিরে শোরগোল। এই ইস্যুতে দক্ষিণী রাজ্য়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS-র একটি শাখা আয়োজিত 'গর্ভ সংস্কার' অনুষ্ঠানে যোগ দেন তেলঙ্গানার রাজ্য়পাল। সেখানেই সন্তান সম্ভবা মহিলাদের কী কী করা উচিত, তা নিয়ে ভাষণ দেন তিনি। বক্তব্য রাখার সময়ই অন্তঃসত্ত্বাদের রামায়ণ পাঠের পরামর্শ দেন রাজ্যপাল।উল্লেখ্য, তামিলিসাই সুন্দররাজন শুধু মাত্র তেলঙ্গানার সাংবাধিক প্রধানই নন। তিনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ভ্রূণ থেরাপিস্ট। গতকাল সংঘ পরিবারের শাখা সংগঠন আয়োজিত ওই অনুষ্ঠানে রামায়ণের কোনও অংশ অন্তঃসত্ত্বাদের বেশি করে পড়া উচিত, তাও উল্লেখ করেন তিনি।
Post a Comment