'দোষীদের কড়া শাস্তি হবে', দুর্ঘটনাস্থল-হাসপাতাল পরিদর্শনের পর আশ্বাস মোদীর

ODD বাংলা ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেন দুর্ঘটনার নেপথ্য কারণ কী? এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এবার গ্রাউন্ড জিরোরে গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন নমোদ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, প্রাথমিক রিপোর্ট, উদ্ধার কাজ বিস্তারিত আপডেট নেন তিনি।এরপরেই গ্রাউন্ড জিরোতে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে উদ্ধারকাজ সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। একইসঙ্গে উদ্ধারকাজে যাঁরা হাত লাগিয়েছিলেন সেই সমস্ত কর্মীদের একাংশের সঙ্গে কথা বলেন মোদী।প্রধানমন্ত্রী এদিন বলেন, "আমি আহতদের সঙ্গে কথা বলেছি। আমার দুঃখ প্রকাশ করার ভাষা নেই। দোষীদের শাস্তি হবে। কী ভাবে এই ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত হবে।"তিনি আরও বলেন, "এই ঘটনা থেকেও আমরা অনেক কিছু শিখব এবং নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের ব্যবস্থাগুলিকেও এগিয়ে নিয়ে যাব।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.